ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাদুল্লাপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
সাদুল্লাপুরে নির্মাণাধীন দেয়াল ধসে শ্রমিক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নির্মাণাধীন দেয়াল ধসে রনজু মিয়া (৩২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) রাতে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে একইদিন বিকেলে উপজেলার ধাপেরহাট বাজারের রংপুর-ঢাকা মহাসড়ক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রনজু মিয়া ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের শুকরু মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, ধাপেরহাট বাজারের জনৈক শুভ্রত সাহার মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণ চলমান। সেখানে সকাল থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিলেন রনজু মিয়া। বিকেলে ইট সরাতে গিয়ে ভবনের দেয়াল ধসে রনজুর গায়ে পড়ে। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে রাত পৌনে ৮টার দিকে রনজুর মৃত্যু হয়।  

এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার বলেন, বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।