ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
ভাইয়ের মৃত্যুর খবরে চলে গেলেন বোনও

পিরোজপুর: রাজধানীতে বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছোট বোন।  

বুধবার (১৮ জানুয়ারি) রাতে রাজধানীর শান্তিবাগের একটি বাসায় এমন ঘটনা ঘটে।

 

পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের তেজদাসকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার তেজদাসকাঠির হাজী আসমত আলী তালুকদারের ছেলে অব. সরকারি কর্মকর্তা মো. জাফরুল হাসান (৭৩) ঢাকার শান্তিবাগের নিজ বাসায় গত বুধবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। একই বাসার নিচতলায় বসবাস করতেন তারই ছোট বোন মাহমুদা বেগম (৫০)। বড় ভাইয়ের মৃত্যৃর খবর শুনে ছোট বোন মাহমুদা বেগম ভাইয়ের বাসায় ছুটে যান। এসময় তিনি ভাইয়ের মৃত্যুতে আর্তনাদ শুরু করেন এবং এক পর্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও।

পরিবারের স্বজনরা উভয়কে উদ্ধার করে রাতেই ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে নিহত ভাই-বোনকে তেজদাসকাঠির তালুকদার বাড়িতে নিয়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে মো. জাফরুল হাসান স্ত্রী, দুই ছেলে এবং বোন মাহমুদা বেগম দুই ছেলে রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।