ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২

রাঙামাটি: রাঙামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ভাগ্যধন চাকমা (৪০) ও সুই সিং মারমা (৩৬) নামে দুই যুবককে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।

তিনি বাংলানিউজকে জানান, রোববার দিনের বিভিন্ন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী জেলা সদরের মগবান ইউনিয়নের দোখাইয়া পাড়ায় অভিযান পরিচালনা করে ভাগ্যধন চাকমাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় বন্ধুক, নগদ ১ লাখ ৩৭ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন, ছোট-বড় পাঁচটি রেজিস্ট্রার জব্দ করা হয়।

অপরদিকে একই দিনে শহরের আসামবস্তী নতুন মুসলিম পাড়ায় অভিযান পরিচালনা করে সুই সিং মারমাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

ওসি আরও জানান, এ ঘটনায় রাঙামাটি কোতয়ালী থানায় অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।