ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
শরীয়তপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

শরীয়তপুর: আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য মেহেদী জামিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শরীয়তপুর সদর উপজেলায় অসহায় শীতার্ত ৫ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।  

সোমবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রপুরের নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় দলীয় বিভিন্ন স্তরের নেতরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা, মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন, মানুষের পাশে এবং সকল দুর্যোগে কিভাবে থাকতে হবে। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানবিক কার্যক্রম চালিয়ে যাব।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, সেই দলের একজন কর্মী হিসেবে যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, ততদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।