ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪৮ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
৪৮ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক আটক রাকিবুল

ঢাকা: রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৪৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রাকিবুল হাসান ইমন (২৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (১৩ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।

র‌্যাব-৩ এর পুলিশ সুপার (এসপি) বীণা রানী দাস বলেন, আটক রাকিবুল দীর্ঘদিন ধরে  পিকআপযোগে গাঁজার চালান এনে নিজ হেফাজতে রাখতেন। এরপর সেসব রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।