ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনী কলেজ বধ্যভূমিতে নির্মিতব্য স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জনপ্রশাসন সচিব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
ফেনী কলেজ বধ্যভূমিতে নির্মিতব্য স্মৃতিস্তম্ভ পরিদর্শনে জনপ্রশাসন সচিব

ফেনী: ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে নির্মাণাধীন স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

 

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পরিদর্শনকালে তিনি বলেন, এখানে সহস্রাধিক মুক্তিকামী মানুষকে হত্যা করেছে পাকিস্তানি হানাদাররা। তাঁদের রক্তের ঋণ শোধের নয়। তাঁদের স্মরণে স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স স্বাধীনতা অর্জনে প্রজন্মকে বাঙালির ত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে।  

পরিদর্শনকালে সিনিয়র সচিবের সফরসঙ্গী ছিলেন সাবেক সচিব ড. মো. বেলায়েত হোসেন, মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাজজাদ উল হাসান। এর আগে পৌনে ৩টার দিকে নবীনচন্দ্র সেন লাইব্রেরিতে কিডস কর্নারের উদ্বোধন করেন তিনি।  

সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম আয়োজিত মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।  

উল্লেখ্য, ফেনী কলেজ মাঠের দক্ষিণাংশে দেড় একর জায়গাজুড়ে তৈরি হচ্ছে বধ্যভূমি স্মৃতিস্তম্ভ কমপ্লেক্স।  
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসএইচডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।