ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় বাইকার নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অজ্ঞাত পরিবহনের চাপায় হীরা হোসেন (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরবাড়ি-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হীরা হোসেন একই উপজেলার পূর্ব দেলুয়া গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বাংলানিউজকে জানান, আজ সন্ধ্যায় মোটরসাইকেলে করে হীরা হোসেন পূর্ব দেলুয়ায় আসছিলেন। এ সময় অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ঘাতক পরিবহনকে সনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।