ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

স্টাফ করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
ফেনীতে প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ

ফেনী: ফেনীর প্রত্যন্ত অঞ্চলের প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের ফেনী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্ৰে এসব অসহায় অসচ্ছল প্রতিবন্ধী মানুষের মধ্যে এ চেয়ার বিতরণ করা হয়।

 

বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী  বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. জি. এম মামুনুর রশিদ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ডিবিসি নিউজের ফেনী জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।