ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকা থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রোববার (৯ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডিগ্রি কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

আটকরা হলেন- রাজশাহীর হড়গ্রাম এলাকার দেলোয়ার হোসেন মিলন ও আদারিয়া পাড়ার মো. সুজন।  

কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, আটক দুজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। রাতে অস্ত্র ক্রয়ের উদ্দেশে শিবগঞ্জে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।