ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সংঘর্ষে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
মাদারীপুরে সংঘর্ষে একজনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কামাল মাদবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

শনিবার (৭ জানুয়ারি) দুপুরের দিকে সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছে আরও ৩ জন।  

নিহত কামাল মাদবর একই এলাকার সলেমান মাদবরের ছেলে। আহতরা হলেন, দাদন হাওলাদার, নুরুজ্জামান হাওলাদার, রাজীব হাওলাদার।

জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান লাভলু তালুকদার ও সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শনিবার দুপুরে সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান খানের সমর্থক রাসেল বেপারী, মামুন আকন সহ বেশকিছু লোকজন লাভলু তালুকদারের সমর্থকদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় কামাল মাদবরকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা। পরে স্বজনরা কামাল মাদবরকে গুরুতর আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কামালের স্ত্রী শাহিনুর বেগম বলেন, হামলাকারীরা হামলা করতে করতে আমাদের বাড়ির সামনে এসে আমার স্বামীকে কুপাতে থাকে। আমি দৌড়ে গিয়ে তাদের বাঁধা দেই। কিন্তু তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রুবায়েত ইবনে হাবীব বলেন, কামাল মাদবরকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার শরীরে আঘাতের চিহ্ন ছিলো। ময়নাতদন্তে বাকিটা জানা যাবে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বর্তমানে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে রয়েছে। অভিযোগের ভিত্তিতে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।