ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
ময়মনসিংহ জেলা জামায়াতের আমির গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো: আব্দুল করিম (৬৩) কে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে ওই জামায়াত নেতাকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: ফারুক হোসেন বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বিশেষ ক্ষমতা আইনের ওই মামলার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ (পাঁচ) দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে।

এর আগে গত বছরের ২২ অক্টোবর নগরীর চরপাড়া এলাকায় বে-আইনী জনতাবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি, রাষ্ট্র বিরোধী স্লোগান, যান চলাচল ও সরকারি কাজে বাধা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে কোতয়ালি মডেল থানা পুলিশ এই মামলা দায়ের করে।  

বাংলাদেশ সময়: ১৫৩০, জানুয়ারি ৫, ২০২৩  
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।