ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আরিফ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বুধবার (৪ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ হোসেন আষাঢ়িয়ারচর এলাকার মো. স্বপন মিয়ার ছেলে।  

বিকেলে র‌্যাব-১১ সহকারী পরিচালক মো. রিজওয়ান সাঈদ জিকুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামি মো. আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা থেকে ২০১৭ সালে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। পলাতক আদালত তাকে ৫ বছরের সাজা প্রদান করে। গোয়েন্দা নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ একটি দল আসামির অবস্থান শনাক্ত করে বুধবার সকালে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
এমআরপি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।