ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে পাওয়া গেল কষ্টিপাথর সদৃশ মূর্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
গোবিন্দগঞ্জে পাওয়া গেল কষ্টিপাথর সদৃশ মূর্তি মূর্তিটি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাড়ে ৩ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে বৈরাগীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, সকালে ওই গ্রামের সৈয়দ মকবুল আলীর জমি এক্সেবেটর দিয়ে খনন করছিল শ্রমিকরা। এসময় কালো রঙের মূর্তিটি পাওয়া যায়। খবর পেয়ে  মূর্তিটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোনো দেবীর হতে পারে। এটি কষ্টিপাথর কিনা নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।

এ বিষয়ে কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক বলেন, মূর্তিটি কষ্টি পাথরের তৈরি বলে ধারণা করা হচ্ছে। ধাতব পদার্থের লোহা ও ব্লেড মূর্তির সংস্পর্শে আনলে তা চুম্বকের মতো গায়ে আটকে যায়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।