ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেবিচক চেয়ারম্যানের মেয়াদ বাড়ল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
বেবিচক চেয়ারম্যানের মেয়াদ বাড়ল এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমান

ঢাকা: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী অ্যাক্ট-১৯৫৭ এর রুল ২৪(৭) অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ৩০ ডিসেম্বর ২০২২ হতে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অর্থাৎ ০১ (এক) বছরের জন্য বাড়ানো হলো।  

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এমকে/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।