ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ফেনীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৪

ফেনী: ফেনীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বুধবার (২৮ডিসেম্বর) দুপুরের দিকে দাগনভূঞা-কোম্পানীগঞ্জ সড়কের এনায়েত ভূঁইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আবদুল হান্নান অভি (১৩)। সে দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের আবদুল হালিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে দাগনভূঞা থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশা কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল।  অটোরিকশাটি এনায়েত ভূঁইয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।   এ সময় আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে অটোরিকশার ৪ যাত্রীকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় কিশোর আবদুল হালিম মারা যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় আহত এক কিশোর মারা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসএইচডি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।