ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ের যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
সোনারগাঁয়ের যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে সোনারগাঁ উপজেলার সম্বুভূরা ইউনিয়নের সোনাচর থেকে ওই মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়য়।

মরদেহে পরনে ছিল কালো রঙের ফুল হাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারচরের কৃষকরা বুধবার সকালে চর এলাকায় কাজ করতে গিয়ে শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়িকে সংবাদ জানায়।

কলাগাছিয়া নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের জানান, সোনারগাঁ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।