ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যে কারণে মেট্রোরেল নিয়ে মিরপুরবাসীর উচ্ছ্বাস কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
যে কারণে মেট্রোরেল নিয়ে মিরপুরবাসীর উচ্ছ্বাস কম

ঢাকা: উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করলো। এ নিয়ে গর্ব ও উচ্ছ্বাসের আবহ চলছে দেশজুড়ে।

কিন্তু এর ব্যতিক্রম দেখা গেলো রাজধানীর মিরপুরেই।

মেট্রোরেল নিয়ে মিরপুরবাসীর উচ্ছ্বাস অনেকটাই কম। কারণ, আগামীকাল (২৯ ডিসেম্বর) থেকে জনসাধারণের জন্য মেট্রোরেল চালু হলেও মিরপুরবাসী এতে চড়তে পারবে ২০২৩ সালের ২৬ মার্চের পর থেকে।

আপাতত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। মাঝখানে কোনো স্টেশনে থামবে না।  

এ তথ্য জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

তিনি জানান, সব স্টেশনে মেট্রোরেল থামানোর জন্য সব প্রস্তুতি আছে। কিন্তু মানুষ অভ্যস্ত নয় বলে এখনই থামানো হবে না। এই তিন মাস মানুষকে অভ্যস্ত করা হবে। আগামী ২৬ মার্চের আগে সব স্টেশনে মেট্রোরেল থামবে না।  

এমন খবরে মনমরা মিরপুরবাসীর।

বুধবার (২৮ ডিসেম্বর) মিরপুর সিটি ক্লাব এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহাঙ্গীর বলেন, মেট্রোরেল উদ্বোধন হলো ভালো লাগছে। কিন্তু মিরপুরের বাসিন্দারা মার্চ মাসের আগে ব্যবহার করতে পারছে না মেট্রোরেল। তিন মাস পরে এতে চড়তে পারব। তখন বুঝব আমাদের কি কি উপকারে আসছে।

তিনি আরও বলেন, মেট্রোরেলকে কেন্দ্র করে স্টেশনগুলোর সব সড়কগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন ও সংস্কার করা হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের এজন্য খুব ভালো হয়েছে। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে বন্ধ রয়েছে প্রধান সড়কসহ আশপাশের সমস্ত দোকান। এদিন ব্যবসায়ীদের বেচাকেনা একেবারেই বন্ধ আছে।

সরজমিনে মিরপুর এলাকা ঘুরে দেখা যায়, মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে মিরপুর ১২ নাম্বার বাস স্ট্যান্ড প্রধান সড়কসহ আশপাশের অলিগলি সমস্ত দোকান পাট ছিল বন্ধ। সড়কের মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা  বাহিনীর সদস্যরা। মেট্রোরেল স্টেশনগুলোর সামনে ছিল পুলিশ, র‍্যাব ও ফায়ার সার্ভিসের গাড়ি। এদিন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত ছিল তুলনামূলক কম।  

পল্লী এলাকার বাসিন্দা মো. রাজু আহমেদ বলেন, পদ্মা সেতুর মতো অবস্থা হয়েছে মেট্রোরেলের। উদ্বোধন হলো ঠিকই কিন্তু মিরপুরের বাসিন্দা ব্যবহার করতে পারবে না আগামী বছরের ২৬ মার্চের আগে। এতো বড় মেগা প্রজেক্ট প্রকল্প তৈরি করে লাভ কি হলো? যদি ব্যবহার করতে না পারি। এখন যদি ব্যবহার করতে হয় তাহলে আগারগাঁও অথবা উত্তরার দিয়াবাড়ি থেকে উঠতে হবে মেট্রোরেলে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন,  মেট্রোরেল উদ্বোধনকে কেন্দ্র করে মিরপুর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্ত  ব্যবস্থা। দুই দিন আগে থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মূল সড়কের পাশের ভবনের ছাদে রাখা হয়েছে পুলিশ। উদ্বোধনকে কেন্দ্র করে ছিল না কোন হুমকি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।