ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে ব্রিজের নিচে যুবকের গলাকাটা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
আমিনবাজারে ব্রিজের নিচে যুবকের গলাকাটা মরদেহ মরদেহটি

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে একটি ব্রিজের নিচে জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের বয়স আনুমানিক পঁচিশ বছর।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে আমিনবাজারের ভাঙা ব্রিজের নিচে জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ওই এলাকায় একটি জঙ্গলে এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ বলেন, নিহত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে গলাকেটে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।