ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জঙ্গি ছিনতাইয়ে জড়িত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
জঙ্গি ছিনতাইয়ে জড়িত সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিতের এপিএস আদালত থেকে পালানো দুই জঙ্গি শামীম ও সোহেল: ফাইল ফটো

ঢাকা: আদালত থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুক নামে এক আইনজীবীর সম্পৃক্ততা পেয়েছে কাউন্টার টেরোরিজম। তিনি প্রয়াত রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএস ছিলেন।

সোমবার (২৬ ডিসেম্বর) এ ঘটনায় আইনজীবী ওমর ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপ-কমিশনার (ডিসি) নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওমর ফারুককে ৫-৬ দিন আগে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় ওমর ফারুকের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

সম্পৃক্ততার বিষয়টি তিনি স্বীকার করে গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। দুই দফায় চারদিন রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন।

দুই জঙ্গি ছিনতাইয়ে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

জানা গেছে, ওমর ফারুক পালিয়ে যাওয়া এক জঙ্গির ভগ্নীপতি।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।