ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
বকশীগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

জামালপুর: বকশীগঞ্জে বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামে অটোরিকশার ধাক্কায় ও উঠানে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুটি ঘটনাই ঘটেছে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে।

 

জানা গেছে, মাহি আক্তার (৩) নামে নামাপাড়া গ্রামে এক শিশু নিখোঁজ হয়েছিল। স্বজনরা তাকে খোঁজাখুঁজির পর বাড়ির উঠনে করা গর্তের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত শিশুর বাবার নাম মনু মিয়া।  

অপর নিহত শিশুর নাম আফিয়া আক্তার (২)। বাড়ির পাশে সে খেলছিল। বিকেল ৪টার দিকে একটি অটোরিকশার ধাক্কায় সে আহত হয়। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাচ্ছিল। পথে তার মৃত্যু হয়। নিহত আফিয়ার বাবা আব্দুল আজিজ।

দুই শিশুর পরিবার ঘটনা দুটি নিশ্চিত করেছে।  

বকশীগঞ্জ উপজেলার কামালের বাত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজুল ইসলামও ঘটনা দুটি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।