ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীতের রাতে কম্বল নিয়ে বেদেপল্লীতে জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
শীতের রাতে কম্বল নিয়ে বেদেপল্লীতে জেলা প্রশাসক ছবি: বাংলানিউজ

ফরিদপুর: শীতার্ত বেদেপল্লীর মানুষের কষ্ট লাঘবে শীতের রাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের মুন্সীরবাজার সংলগ্ন পালপাড়ার মাঠে ৩৫টি শীতার্ত বেদে পরিবারের মাঝে এ শীতবস্ত্র তুলে দেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বলেন, গত কয়েক দিন থেকেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। তীব্র শীত অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাদের কষ্ট লাঘবে শীতবস্ত্র বিতরণের জন্য মানুষের পাশে দাঁড়াতে হয়েছে। এর আগে দুঃস্থ মানুষের মাঝেও শীত বস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে জেলার সকল ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা থাকবে। এ শীতে যেন কেউ কষ্ট না পায় সেদিকে জেলা প্রশাসনের লক্ষ্য থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী, সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নাহার বেগমসহ ডিসি অফিসের সহকারী কমিশনাররা।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।