ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিলেটে ব্রিজের নিচে মিললো বস্তুাবন্দি মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
সিলেটে ব্রিজের নিচে মিললো বস্তুাবন্দি মরদেহ

সিলেট: সিলেটের সেল্ফি ব্রিজ খ্যাত কাজির বাজার সেতুর নিচের দক্ষিণ প্রান্ত থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩০।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম তালুকদার বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় সেতুর নিচে নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিল। স্থানীয়রা খবর দিলে মরদেহটি উদ্ধার করা হয়। সিআইডির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ধারণা করা হচ্ছে, ৩/৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়। মরদেহের পরিচয় ও ঘাতকদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।