ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাদকসহ কারবারি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
ফরিদপুরে মাদকসহ কারবারি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরে মো. শামীম মাতুব্বর (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের চরকমলাপুর এলাকার একটি বাড়ি থেকে শামীমকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম। এসময় প্লাস্টিকের বস্তা থেকে এসব মাদক জব্দ করা হয়।

মোহাম্মদ মামুনুর রশীদ বাংলানিউজকে বলেন, গ্রেফতার শামীম একজন পাইকারি মাদক কারবারি। তিনি কুমিল্লা থেকে মাদক কিনে এনে সেগুলো ফরিদপুরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন।

ডিবির ওসি বলেন, ওই মাদক কারবারির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালী থানায় ডিবির এসআই আ. রহিম মোল্যা বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩৭, ডিসেম্বর ২৬, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।