ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে পাহাড়ি নৃ-জনগোষ্ঠীর বড়দিন উৎসব

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
জামালপুরে পাহাড়ি নৃ-জনগোষ্ঠীর বড়দিন উৎসব

জামালপুর: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র বড়দিন পালিত হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী জামালপুরে পাহাড়ি নৃ-জনগোষ্ঠীতে চলে নানা ধর্মীয় অনুষ্ঠান।

বিকেলে দিঘলকোনা আন্দ্রে সাধু পল্লীতে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানকার চার্চের পুরোহিত ডেমিনিবা সরকারের সভাপতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা।

এ সময় বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. মোশারফ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, সাব রেজিস্ট্রার জুয়েল মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে বিশেষ প্রার্থনা ও যিশু জীবন নিয়ে আলোচনাসহ কেক কাটা হয়।

প্রসঙ্গত, জামালপুরের বকশীগঞ্জ সীমান্তবর্তী ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর প্রায় ২ হাজার মানুষ বাস করেন। এরা বিভিন্ন সময়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।