ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে গাঁজাসহ গৃহবধূ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ফেনীতে গাঁজাসহ গৃহবধূ আটক

ফেনী: ফেনীতে ৪ কেজি গাঁজাসহ জাহেদা বেগম (৩৫) নামের এক গৃহবধূকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।


 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধর্মপুর ইউনিয়নের ইমাম মার্কেটের সামনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ৪ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।  

আটক নারী চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার গুলিয়াখালী গ্রামের রেজাউল করিমের স্ত্রী।       

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, গাঁজাসহ আটককৃত নারীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮২৬, ডিসেম্বর ২৪, ২০২২ 
এসএইচডি/এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।