ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব

ফরিদপুর: ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ বছর দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের অম্বিকা ময়দানে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে ফরিদপুরে খিচুড়ি উৎসব উদযাপন কমিটি।  

উপস্থিত ছিলেন ফরিদপুরের ডায়াবেটিস হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন আহসানুল বাশার শাহীন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

জানা গেছে, এখানে একটা নির্ধারিত কূপনের মাধ্যমে যে টাকা সংগ্রহ হবে, সেই টাকা হতদরিদ্র তিনজন রোগীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এছাড়া এই উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।