ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালিয়াকান্দিতে মোটরসাইকেল উল্টে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
বালিয়াকান্দিতে মোটরসাইকেল উল্টে শিশুর মৃত্যু

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বালুবোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে সাঈদ (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ইমরান (২০)।

তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাঈদ বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে। আহত ইমরান একই গ্রামের সাদেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম জানান, বালুবোঝাই করে একটি ট্রাক গাড়াকোলা বাজারের দিকে আসছিল। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক ইমরান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।