ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে হেলপার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
গোবিন্দগঞ্জে দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে হেলপার নিহত 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ইয়ার আলী (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মৌসুমি ফিলিং স্টেশনের সামনে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ার আলী টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কদমতলা গ্রামের মৃত জামাল উদ্দীনের ছেলে। তিনি দুই ট্রাকের মধ্যে একটির চালকের হেলপার হিসেবে কাজ করতেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, ভোরে ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে দিনাজপুর থেকে আসা আলুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে আলুবাহী ট্রাকের হেলপার ইয়ার উদ্দীন দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  

গোবিন্দগগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।