ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যাত্রীদের চাপ

নারায়ণগঞ্জ: টানা তিন দিনের ছুটিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যাত্রীদের চাপ বেড়েছে। তবে মহাসড়কের কোথাও কোনো দীর্ঘ যানজট সৃষ্টি হয়নি।

 

এদিকে যানবাহন সংকটের কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ মহাসড়কে অবস্থান করতে দেখা গেছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এলাকায় সরেজমিনে এ চিত্র লক্ষ্য করা যায়।

সরেজমিনে দেখা যায়, টানা তিন দিনের ছুটি থাকায় অধিকাংশ মানুষ গ্রামের দিকে ছুটছেন। অনেকেই আবার দলবেঁধে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাচ্ছেন। এর ফলে মহাসড়কে যানবাহনের তুলনায় যাত্রীর চাপ বেশি রয়েছে।

রিয়াজুল হাসান নামের এক যাত্রী জানান, অনেক দিন পর দীর্ঘ ছুটি পেলাম। তাই সময়টা উপভোগ করার জন্য গ্রামে ছুটে যাচ্ছি। গন্তব্যস্থলে যেতে একটু কষ্ট হলে প্রিয়জনদের সঙ্গে দেখা করার আনন্দের কাছে তা কিছুই না।

আসমা বেগম নামে এক বেসরকারি অফিস কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি বলেন, আমার দুই বাচ্চা নিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কিন্তু কোনো বাস খালি পাচ্ছি না।  কাউন্টারগুলোতে যোগাযোগ করলাম সেখানেও তারা বলছেন টিকিট নেই।

শ্যামলী পরিবহনের চালক আবুল কাশেম জানান, সন্ধ্যার পর থেকে আমাদের প্রত্যেকটি টিকিট কাউন্টারে যাত্রীদের চাপ বেশি রয়েছে। এর ফলে যাত্রী ওঠানামা করার কারণে আমাদের এক স্টপেজ থেকে আরেক স্টপেজে যেতে সময় বেশি লাগছে।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দীন জানান, টানা তিন দিনের ছুটি থাকায় সন্ধ্যার পর থেকেই মহাসড়কে যাত্রীদের চাপ রয়েছে। তবে কোথাও কোনো যানজট নেই। যানজট নিরসনে আমাদের পুলিশের টিম মহাসড়কে রয়েছে।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।