ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

এক যুগে সর্বনিম্ন দামে মালয়েশিয়ান রিঙ্গিত

মাহমুদ খায়রুল, কুয়ালালামপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এক যুগে সর্বনিম্ন দামে মালয়েশিয়ান রিঙ্গিত

গত এক যুগের মধ্যে রেকর্ড পরিমাণ দাম পড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের। শেষ খবর ১ রিঙ্গিতের বিনিময় মূল্য বাংলাদেশি ১৭.৫ টাকায় নেমেছে। 

কুয়ালালামপুর: গত এক যুগের মধ্যে রেকর্ড পরিমাণ দাম পড়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের। শেষ খবর ১ রিঙ্গিতের বিনিময় মূল্য বাংলাদেশি ১৭.৫ টাকায় নেমেছে।

 

রিঙ্গিতের দাম পড়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে পেট্রোলিয়ামের চাহিদা কমে যাওয়া এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতাকে চিহ্নিত করেছেন অর্থনীতিবিদরা। এছাড়া ধসের জন্য মালয়েশিয়ার বর্তমান অর্থনীতিকেও দুষছেন নাগরিকরা।  

এদিকে রিঙ্গিতের দাম কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা। মাত্র দুই বছর আগেও যেখানে ১ রিঙ্গিতে ২৬ টাকা পাওয়া যেতো সেখানে তা প্রায় ৯ টাকা কমে দাঁড়িয়েছে ১৭.৫ টাকায়।  

মালয়েশিয়ার বিভিন্ন রেমিটেন্স কোম্পানি ঘুরে জানা যায়,  রিঙ্গিতের দাম পড়ে যাওয়ায় দেশে টাকা পাঠানোর ভিড় সাধারণ সময়ের চেয়ে অনেক কমে গেছে।

বাংলাদেশি শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘আগে যেখানে ১০০০ রিঙ্গিত পাঠালে ২৫-২৬ হাজার টাকা পাওয়া যেতো, এখন তা কমে ১৭ হাজার টাকায় নেমেছে। মালিক বেতনও বাড়াচ্ছে না। গত তিন সপ্তাহ ধরে রিঙ্গিতের দাম শুধু কমছেই’।

অন্যদিকে স্থানীয় কর্মচারীরা বেশ কিছু কর্মস্থলে তাদের বেতন মার্কিন ডলারে পরিবর্তনের দাবি জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমদানি-রফতানি ব্যবসায়ীরা।

রিঙ্গিতের দাম পড়ে যাওয়ায় উদ্বেগে রয়েছেন মালয়েশিয়ার বিভিন্ন জাতি-পেশার মানুষ। আশঙ্কায় রয়েছে আরও কমছে কী রিঙ্গিতের দাম? তবে এ বিষয়ে ভবিষ্যত ইঙ্গিত দিতে পারছেন না অর্থনীতিবিদরাও।  

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ