ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

অনিবন্ধিত শ্রমিক বৈধতার পরই বাংলাদেশি শ্রমিক আমদানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
অনিবন্ধিত শ্রমিক বৈধতার পরই বাংলাদেশি শ্রমিক আমদানি ছবি: সংগৃহীত

কুয়ালালামপুর: ১৫ লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় নেওয়ার আগে অনিবন্ধিত শ্রমিকদের বৈধতা দেওয়া হবে। বৈধতা পাওয়া শ্রমিকরা বিভিন্ন শিল্প কারখানার কতটুকু প্রয়োজনীয়তা মেটাতে পারে, তার ওপর নির্ভর করে বাংলাদেশি শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী সেরি ড. উই কা সিয়ং।



তিনি বলেন, নতুন অনলাইন প্রক্রিয়ায় বিদেশি শ্রমিকদের সঠিক তথ্যের নিবন্ধনও করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই সরকার বাংলাদেশি শ্রমিক আনার প্রক্রিয়া শুরু করবে।

তিনি বলেন, বিদেশি শ্রমিকের বৈধতা কার্যক্রম শেষ হলে তাদের কর্মস্থলে পাঠানো হবে। এরপর চাহিদা অনুযায়ী বাংলাদেশি শ্রমিক সেখানে নিয়োগ দেওয়া হবে।

ইয়ং পেং এ চায়নিজ নববর্ষের এক অনুষ্ঠানে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তিনি বলেন, আমাদের ম্যানুফেকচারিং সেক্টরে অনেক শ্রমিকের চাহিদা রয়েছে। যেটা আমরা বিদেশি শ্রমিক দিয়ে পূরণ করবো।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এমএন/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ