ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

আইএসে মালয়েশিয়ান বোমাবাজ, নিন্দা নাজিবের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আইএসে মালয়েশিয়ান বোমাবাজ, নিন্দা নাজিবের

কুয়ালালামপুর: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হয়ে দুই মালয়েশিয়ানের আত্মঘাতী বোমা হামলায় অংশ নেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব তুন আব্দুর রাজ্জাক।

সোমবার (১১ জানুয়ারি) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

গত সপ্তাহে ওই দুই মালয়েশিয়ানের আত্মঘাতী হামলায় ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়।

নাজিব রাজাক বলেন, মালয়েশিয়া এবং ইসলাম এই ধরনের জঙ্গি কার্যক্রমের সমর্থন করে না।

এ হামলার ঘটনা ইসলাম এবং মালয়েশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে সব মালয়েশিয়ানকে তাদের পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

সংবাদমাধ্যম জানায়, গত ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার তেরেংগানুর বাসিন্দা মো. আমিরুল আহমেদ রহিম আইএসের সদস্য হিসেবে সিরিয়ার রাকায় আত্মঘাতী গাড়ি বোমা হামলা চালায়। এতে অন্তত ১৫ জন নিহত হয়।

ওই হামলার পাঁচ দিন পর ইরাকের রাজধানী বাগদাদের অদূরে আত্মঘাতী হামলা চালায় সায়জাওয়ান মো. সেলিম নামে আরেক মালয়েশিয়ান। গত ৩ জানুয়ারি রাতে শরীরের সঙ্গে সাতটি বোমা বেঁধে চালানো তার এই হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হয়।

এর আগে, ডিসেম্বরে সিরিয়ার ইউপ্রেটিস নদীর তীরে যুদ্ধের সময় নিহত হয় আমিরুল নামে মালয়েশিয়ার আরেক যুবক।

সূত্র মতে, আইএসের হয়ে লড়াই করতে গিয়ে নিহত মালয়েশিয়ানের সংখ্যা এখন পর্যন্ত ১৭ বলে নিশ্চিত সরকার। এরমধ্যে সাতজন নিহত হয়েছে আত্মঘাতী বোমা হামলায়, আর ১০ জন নিহত হয়েছে যুদ্ধে।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬/আপডেট ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২
এমএন/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ