ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক

কায়সার হামিদ হান্নান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
মালয়েশিয়ায় ১৭ বাংলাদেশি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মালয়েশিয়া: মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে বিশেষ অভিযান চালিয়ে ১৭ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় পুলিশ।

নথিপত্রহীন অভিবাসীদের আটক করতে ১৫ ফেব্রুয়ারি রোববার পুলিশ জনবহুল ওই এলাকায় বিশেষ এ অভিযান চালায়।



মালাক্কা ইমিগ্রেশন ডিরেক্টর মাহরুফ মাহমুদের নেতৃত্বে সেদিন সকাল ১০টা থেকে পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ এ অভিযান চলে। এসময় ১৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৯২ নাগরিককে আটক করে পুলিশ।

আটক অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৩২, নেপালের ১৬, মিয়ানমারের ১১, পাকিস্তানের ৮, ভারতের ৪, শ্রীলংকার ২ এবং ফিলিপাইন ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন। ইন্দোনেশিয়ানদের মধ্যে ছয় জন নারী।

আটককৃতদের প্রত্যেকের বয়স ২০-৫৫ বছরের মধ্যে। আটক করার সময় তাদের কেউই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ