ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

মালয়েশিয়া

রেজাকে আহ্বায়ক করে মালয়েশিয়া আ’লীগের কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
রেজাকে আহ্বায়ক করে মালয়েশিয়া আ’লীগের কমিটি বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এম রেজাউল করিম রেজাকে আহ্বায়ক করে মালয়েশিয়া আওয়ামী লীগের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটিতে স্বাক্ষর করেন দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান।



আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার সময় দেওয়া হয়েছে আহ্বায়ক কমিটিকে।

মাগুরার রেজা ২০০৩ সালে ঘোষিত মালয়েশিয়া আওয়ামী লীগের কমিটিতে সাধারনণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নবঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন, কুমিল্লার মো. ওয়াহিদুর রহমান, পিরোজপুরের কামরুজ্জামান কামাল, নারায়ণগঞ্জের রাশেদ বাদল, যশোরের শাহীন সর্দার, চাঁদপুরের মো. মোস্তফা তালুকদার এবং ফরিদপুরের মো. মাহাতাব খন্দকার।
 
কমিটিতে সদস্য হিসেবে দ্বায়িত্ব দেওয়া হয়েছে ২৪ জনকে।

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ