ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম সিঙ্গাপুরে চূড়ান্ত পর্যায়ে মনোনীত

আনোয়ার হোসেন, সিঙ্গাপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪
বাংলাদেশি শিল্পীর চিত্রকর্ম সিঙ্গাপুরে চূড়ান্ত পর্যায়ে মনোনীত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিঙ্গাপুর: সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম আয়োজিত ‘এশিয়া প্যাসিফিক ব্রিওয়েরিস ২০১৪’ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশি চিত্রশিল্পী নাঈম মোহাইমেন।

২৪টি দেশের মোট ১০৫ জন প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই করার পর শেষ পর্যন্ত বাংলাদেশের নাঈম মোহাইমেসহ পনের জন শিল্পীর চিত্রকর্ম চূড়ান্ত ফলাফল ঘোষণার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।



চূড়ান্ত তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ মোট ১৩টি দেশের প্রতিযোগী আছেন।

নাঈম তাঁর উপস্থাপিত ‘র‍্যাঙ্কিন স্ট্রিট, ১৯৫৩’ নামক ছবিতে তাঁর পরিবারের অতীত কিছু স্মৃতি তুলে ধরেছেন ।

চূড়ান্ত বিজয়ী মনোনয়নের জন্য আগামী ২১ জানুয়ারি (২০১৫) পর্যন্ত সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে ভোট গ্রহণ করা হবে। এছাড়াও যে কেউ www.singaporeartmuseum.sg/signatureartprize লিঙ্কে তাদের পছন্দের প্রতিযোগীকে ভোট দিতে পারেন।
 
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ