ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

মালয়েশিয়া

মালয়েশীয় কোম্পানি পাচ্ছে ২৫ হাজার কোটি টাকার প্রকল্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৪
মালয়েশীয় কোম্পানি পাচ্ছে ২৫ হাজার কোটি টাকার প্রকল্প

ঢাকা: ভারতের পর এবার মালয়েশিয়ার অবকাঠামো নির্মাণ কোম্পানিগুলো বাংলাদেশের দিকে ঝুঁকছে। দক্ষিণ এশিয়ার উদীয়মান বাজার বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ২৪ হাজার ৯৮১ কোটি টাকার প্রকল্প হস্তগত করছে দেশটির প্রতিষ্ঠানগুলো।



সম্প্রতি মালয়েশিয়ান একটি সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকে সামনে রেখে এই তথ্য দিলো সংবাদ মাধ্যমটি।

মালয়েশিয়ার দক্ষিণ এশিয়া ও ভারত বিষয়ক বিশেষ দূত এস সামি ভেল্লু জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পাচ্ছে মালয়েশিয়ান কোম্পানিগুলো। এর মধ্যে সাড়ে ১৩ হাজার কোটি টাকা মূল্যের কক্সবাজারের এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, ৫ হাজার দুইশ’ কোটি টাকার ঢাকার আবাসিক নির্মাণ, ৭০ কোটি টাকার রেলওয়ের জন্য ৪০০ যাত্রী কোচ সরবরাহ এবং তিন হাজার ৪০০ কোটি টাকার বিবিধ প্রকল্প উল্লেখযোগ্য।

চলতি মাসেই আবাসন নির্মাণ প্রকল্পের চুক্তি সই হবে জানিয়ে এস সামি ভেল্লু বলেন, বাকি চুক্তিগুলো নিয়েও আলোচনা চলছে। আশা করছি এক মাসের মধ্যেই তা চূড়ান্ত করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরের সময় এসব চুক্তির বিষয়গুলো অনেক অগ্রগতি লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ভারতের পর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘টাইগার ইকোনমি’ হবে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার দক্ষিণ এশিয়া ও ভারত বিষয়ক এ বিশেষ দূত।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মালয়েশিয়া এর সর্বশেষ