ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

ইতালিতে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
ইতালিতে জানালা দিয়ে পড়ে বাংলাদেশি শিশুর মৃত্যু

ইতালি: ইতালির উত্তরের জেনোভা এলাকায় একটি বহুতল ভবনের জানালা দিয়ে পড়ে আদিবা (৩) নামে বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে জেনোভা শহরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আদিবার বাবা মনোয়ার হোসেন মুন্না ইতালির জেনোভাতে একটি বহুতল ভবনের পাঁচতলায় সপরিবারের বাস করেন। ঘটনার সময় তিনি তার দোকানে কাজ করছিলেন এবং মা অন্য সন্তানদের স্কুল থেকে আনতে যায়।

এসময় জানালা দিয়ে আদিবা সামনের রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্বার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন।  

প্রবাসী মনোয়ার হোসেনের দেশের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ