ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

শোক দিবস উপলক্ষে ফিনল্যান্ডে স্মরণসভা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
শোক দিবস উপলক্ষে ফিনল্যান্ডে স্মরণসভা স্মরণসভায় অতিথিরা, ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে ফিনল্যান্ডে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দেশটির রাজধানী হেলসিংকির মিস্টার ডন রেস্তোরাঁয় ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

শোক দিবসের স্মরণসভায় সভাপত্বিত করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হুমায়ুন কবির।

সভা পরিচালনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন।

সভার শুরুতে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বকুল, পলাশ কামালী, তপন বঙ্গবাসী, মোস্তফা আজাদ বাপি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব টিপুসহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন প্রগতিশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাকিল, ড. জহির, স্থানীয় আওয়ামী লীগ নেত রাজু মালেক, খালেদুল ইসলাম জিতু, মহিলা বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা নান্সি প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ