ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

লন্ডনে মেয়র নাছিরকে সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুলাই ৫, ২০১৯
লন্ডনে মেয়র নাছিরকে সংবর্ধনা লন্ডনে মেয়র নাছিরকে সংবর্ধনা

চট্টগ্রাম: লন্ডন সফররত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম সমিতি- লন্ডন।

বৃহস্পতিবার (৪ জুলাই) লন্ডনের একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লন্ডনে মেয়র নাছিরকে সংবর্ধনা

সমিতির সভাপতি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ গণির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে মেয়র নাছির বলেন, চট্টগ্রামসহ বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশে অবস্থান করা একেক জন প্রবাসী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের আরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, রাশেদ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৯
এমআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ