ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

লন্ডনে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
লন্ডনে বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি : সংগৃহীত

ঢাকা: লন্ডনে মহান বিজয় দিবস ও বড় দিন উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণ লন্ডনের ক্লিপলিং রেস্তোরাঁয় এ অনুষ্ঠ‍ান হয়।

অনুষ্ঠানটির আয়োজন করেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার অব প্রেস নাদীম কাদির।

এতে বিদেশি নাগরিকদের পাশাপাশি যুক্তরাজ্যের গণমাধ্যম কর্মী ও বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. আবদুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও দৈনিক অবজারভারের সম্পাদক সাঈদ বদরুল আহসান।

এছাড়া আরও বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রিটা পেইন, লন্ডন প্রেস ক্লাবের সহ-সভাপতি ডেনিস ডোবেল, ডিপ্লোমেটিক প্রেস অ্যাটাচে অ্যাসোসিয়েশন অব লন্ডনের প্রেসিডেন্ট মারিয়া মনটেরি।

অনাড়ম্বর এ আয়োজনে দু’টি বাংলা গানের সঙ্গে লোকনৃত্য পরিবেশন করেন সাবরিনা সুলতানা।

সবশেষে র‌্যাফেল ড্র’র মাধ্যমে ১০ জন অতিথির হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ নিয়ে রচিত বই এবং ‘বাংলাদেশ’ লেখা উপহার সামগ্রী।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
আরএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ