ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লন্ডন

প্রধানমন্ত্রীকে বিষোদ্গারের প্রতিবাদ যুক্তরাজ্য যুবলীগের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
প্রধানমন্ত্রীকে বিষোদ্গারের প্রতিবাদ যুক্তরাজ্য যুবলীগের

লন্ডন: লন্ডনের সমাবেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্য যুবলীগ।

সোমবার (০২ নভেম্বর) এক বিবৃতিতে যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান এই প্রতিবাদ জানান।

রোববার (০১ নভেম্বর) লন্ডনে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বিষোদ্গার করেন।

বিবৃতিতে জামাল আহমেদ খান বলেন, বিএনপি চেয়ারপার্সন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, তাতে তার রুচি ও শিক্ষাগত যোগ্যতার চরম অভাবই প্রতিফলিত হয়েছে। লন্ডনে বসে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান বাংলাদেশে বিদেশি ও মুক্তমনা লেখক, প্রকাশক হত্যার মূল ইন্ধনদাতা হিসেবে ভূমিকা রাখছেন।

বাংলাদেশ সময়: ০৫৪৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ