ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

পাউরুটির শাহী মালাই টুকরা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
পাউরুটির শাহী মালাই টুকরা রেসিপি

আজকাল আমরা সকালের নাস্তায় প্রায়ই পাউরুটি খাই। কিন্তু এ পাউরুটি দিয়ে ভিন্ন স্বাদের খাবার বানাতে পারেন।

যে খাবারে থাকবে শাহী শাহী ভাব।

আসুন জেনে নেই পাউরুটি দিয়ে সেই শাহী মালাই টুকরার রেসিপি:

উপকরণ

বড় পাউরুটি- ৮ টুকরো

ফুল ক্রিম দুধ- ১ কাপ

কনডেন্সড মিল্ক- আধা কাপ

চিনি- আধা কাপ

জাফরান- সামান্য

গোলাপজল- ২ চা চামচ

কেওড়া পানি- ২ চা চামচ

এলাচ গুঁড়া- ১ চা চামচ

ছানা- ১ কাপ

পেস্তা বাদাম- ১/৪ কাপ

মাখন- ভাজার জন্য।

যেভাবে করবেন

পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে ত্রিকোণ করে স্লাইস করুন।

প্যানে মাখন দিয়ে পাউরুটি সোনালি করে ভেজে নিন। প্যানে দুধ ফুটিয়ে নিন। মাঝারি আঁচে দুধ অর্ধেক হওয়া পর্যন্ত জ্বাল দিতে থাকুন। কনডেন্সড মিল্ক, চিনি, জাফরান দিয়ে নাড়তে থাকুন। এবার গোলাপজল ও কেওড়া জল দিন। ছানা কুচি করে দিয়ে দিন। সব উপকরণ ভালো করে মেশান।  

একটি স্বচ্ছ পাত্রে পাউরুটি সাজিয়ে দুধের মিশ্রণ ঢেলে দিন ওপরে।  পেস্তা বাদাম কুচি ছড়িয়ে রাখুন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজার শাহী টুকরা।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।