ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মোটরসাইকেল নিয়ে হাইওয়ে পুলিশের ৫ পরামর্শ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, মার্চ ২, ২০২২
মোটরসাইকেল নিয়ে হাইওয়ে পুলিশের ৫ পরামর্শ ছবি: সংগৃহীত

মোটরসাইকেল বেশ উপকারী একটি বাহন। খুব অল্প সময়ে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো যার এ বাহনের মাধ্যমে।

তবে গতি নিয়ন্ত্রণ করতে না পারলে কখনো কখনো মারাত্মক দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়ায় মোটরসাইকেল।

মোটরসাইকেল চালানোর সময় বেশ কিছু সতর্কতা মানা জরুরি। এর মাধ্যমে দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়ানো কিংবা কমানো যায়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ৫ পরামর্শ-

* মোটরসাইকেলে দু’জনের বেশি আরোহণ করবেন না।

* চালক ও আরোহী উভয়ই হেলমেট ব্যবহার করুন।

* উল্টো পথে মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকুন।

* ট্রাফিক সিগন্যাল অমান্য করে মোটরসাইকেল চালাবেন না।

* মোটরসাইকেলের সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স চেক করে নিন ও হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।

তথ্যসূত্র: হাইওয়ে পুলিশ

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।