ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ভালোবাসার আয়োজনে রঙ বাংলাদেশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২২
ভালোবাসার আয়োজনে রঙ বাংলাদেশ

ভালোবাসা! মাত্র দুটি শব্দের মিলিত একটি ছোট্ট রূপ হলেও এর ব্যাপ্তি ব্যাপক। আবেগ, স্বপ্ন আর প্রণয়ের মিশেলে রচিত ভালোবাসা নামক এ সম্পর্ক নিয়ে পৃথিবীতে যত গল্প, কবিতা, গান, উপন্যাস রচিত হয়েছে, আর কোনো সম্পর্ক নিয়ে তা হয়নি।

শুধু নারী পুরুষ নয় সম্পর্কের ভিন্নতায় নানা বর্ণিলতায় রঙিন এ ভালোবাসা।

আগুনরাঙা ফাগুনের বসন্ত দিনেই এসেছে ভালোবাসা দিবস। ঋতুর বৈচিত্র্যে ভালোবাসার আবহে দিবসটিকে উপভোগ্য করে তুলতে চারদিকেই রয়েছে নানা আয়োজন।

উদযাপন তো অসমাপ্ত থেকে যায় নতুন পোশাক ছাড়া। ফ্যাশন হাউস ’রঙ বাংলাদেশ’ সাইন অব লাভ থিমে সাজিয়েছে এবারের ভালোবাসা দিবসের সংগ্রহ।  
কটন ও হাফসিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে।  

কাপল ড্রেসসহ এই সংগ্রহে রয়েছে শাড়ি,পাঞ্জাবি, টি-শাট,মগ। এছাড়া আরো রয়েছে জুয়েলারি ও নানা রকম উপহার সামগ্রী।  

রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের যে কোনো আউটলেটেই পাবেন চমৎকার এই ভালোবাসা সংগ্রহ। শোরুমের পাশাপাশি ফেসবুক পেজেও পাওয়া যাবে হাউসটির সব আপডেট।  

অনলাইন কেনাকাটায় রয়েছে হোম ডেলিভারির সুবিধা।  


বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।