ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আমলকী এড়িয়ে চলতে হবে যাদের

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২১
আমলকী এড়িয়ে চলতে হবে যাদের

ঢাকা: ঔষধি গুণে ভরা পরিচিত একটি ফল হচ্ছে আমলকী। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফলটি খেলে আমাদের দেহের জন্য খুব উপকারী এটা আমরা সবাই জানি।

কিছু কিছু ক্ষেত্রে আমলকী ফলটি না খাওয়াই ভালো। কারণ এটি কখনও কখনও আপনার শারীরিক অবস্থার অবনতিও করতে পারে। তাই চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপনি এই ফলটি গ্রহণ করতে পারেন। আসুন জেনে নিই কারা এই ফলটি এড়িয়ে চলবেন।

* আপনার সার্জারি হয়েছে, এক্ষেত্রে আমলকী ফল খাবেন না।
* যারা অন্তঃসত্ত্বা তারা আমলকী থেকে দূরে থাকবেন।  
* ব্লাড থিনিঙের ওষুধসেবনকারীরা চিকিৎসকের পরামর্শ নেবেন এ ফলটি খেতে পারেন কিনা।  
*যারা সন্তানকে স্তন পান করাচ্ছেন সেসব মায়েরা আমলকী খাবেন না।  
*হঠাৎ আপনার জ্বর-সর্দি হয়েছে তখন এ ফলটি বেশি খাবেন না। কারণ এ সময়টাতে আপনার শরীরের তাপমাত্রা অনেকাংশে কমিয়ে দিতে পারে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬,২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।