ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

বারবার তৃষ্ণা পাচ্ছে, কঠিন রোগের লক্ষণ নয় তো? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
বারবার তৃষ্ণা পাচ্ছে, কঠিন রোগের লক্ষণ নয় তো?  প্রতীকী ছবি

পানি খাওয়ার পরও অনেকের গলা শুকিয়ে আসে, আবার পানি খেতে ইচ্ছা করে। এমন ঘটনা বারবার হলে সতর্ক থাকতে হবে।

 

চিকিৎসকরা বলছেন, পানি খাওয়ার পরও গলা শুকিয়ে যাওয়া কঠিন রোগের লক্ষণ। যদি এমন ঘটনা প্রতিদিনই ঘটে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।  

কী কারণে এমনটি হতে পারে, চলুন তা জেনে নেওয়া যাক।  

*শরীর বেশি ক্লান্ত হলে গলা শুকিয়ে যেতে পারে। এমনটি হলে জীবনযাপনে পরিবর্তন আনা প্রয়োজন। কোনো কারণে যদি বাড়তি ধকল যায়, তাহলে একটু বিরতি নিতে পারেন। মনের ক্লান্তি বা অবসাদের লক্ষণও কিন্তু গলা শুকিয়ে যাওয়া। তাই মানসিক ক্লান্তির কথা ভুলে যাবেন না।

*ডায়াবেটিস রোগীরা সাধারণত অন্যদের তুলনায় ঘন ঘন প্রস্রাব করে থাকেন। এ কারণে শরীরে পানির পরিমাণ কমে গিয়ে গলা শুকিয়ে যেতে পারে।

*পেটের সমস্যা হলে বা শরীর থেকে বেশি ঘাম বের হলে ডিহাইড্রেশন হতে পারে। গলা শুকিয়ে যাওয়া ডিহাইড্রেশনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। এই ডিহাইড্রেশন থেকে নানা শারীরিক জটিলতা তৈরি হয়।

*বেশির ভাগ সময় উচ্চ রক্তচাপের সমস্যা থাকা ব্যক্তিদের অত্যধিক ঘাম বের হয়। এর ফলে শরীর থেকে পানি বেরিয়ে গলা শুকিয়ে আসে। তাই প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

*ঠাণ্ডা লেগে ফুসফুসের সমস্যা হলে গলা শুকিয়ে যেতে পারে। যাদের কিডনি বা লিভারের সমস্যা রয়েছে, তাদেরও গলা শুকিয়ে আসার প্রবণতা থাকে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।