ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ষষ্ঠ শাখায় পিজাওয়ালা বাংলাদেশ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২১
ষষ্ঠ শাখায় পিজাওয়ালা বাংলাদেশ

মাসে অন্তত দু-একবার পিজার স্বাদ পেতে ভালোবাসেন ভোজনরসিকরা। পিজার সেরা স্বাদ ও স্বাস্থ্যকর খাবারের প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি রাজধানীর মোহাম্মাদপুরে যাত্রা শুরু করেছে পিজাওয়ালা বাংলাদেশ।

চার বছরের পথ চলায় এটি তাদের ষষ্ঠ শাখা।  

২/১৪ নুরজাহান রোড, ডি ব্লকের নতুন শাখায় এসময় উপস্থিত ছিলেন পিজাওয়ালা বাংলাদেশের দুই তরুণ উদ্যোক্তা মাহমুদ শাফি ও মাহমুদুর রহমান।  

মাহমুদ শাফি বলেন, সাধ্যের মধ্যে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার সরবরাহ করার মাধ্যমে আমরা নতুন শাখায়ও ক্রেতাদের কাছে গ্রহণযোগ্যতা পাবো বলে আশা করি।  

তিনি বলেন, কোয়ালিটির ব্যাপারে পিজাওয়ালা বাংলাদেশ কখনো আপোষ করেনি বলেই খুব কম সময়েই গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।  
ছোট ছোট রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য একটি প্লাটফর্ম করার কথাও জানান শাফি। যেখানে যুক্ত হয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা খুব সহজেই গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে পারবে।  


বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।