ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

কাদা মেখেই অপূর্ব উর্বশী 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
কাদা মেখেই অপূর্ব উর্বশী 

কাদামাটি মেখে চুল পরিষ্কার করার কথা আমরা অনেকেই জানি। তবে পুরো শরীরে কাদা মেখে গোসল করতে সেভাবে দেখা যায় না।

কিন্তু জানেন তো, কাদা মেখে গোসলে রয়েছে অনেক উপকারিতা।

সম্প্রতি সারা শরীরে কাদা মেখে ইনস্টাগ্রামে ছবি দিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলা। উর্বশী তার পোস্টে কাদার উপকারিতা যা সম্পর্কে জানালেন: 

•    কাদা ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে 
•    মন শান্ত থাকে কাদায় গোসল করলে
•    মাথা ঠাণ্ডা রাখে, চুল পড়া ও পেকে যাওয়া বন্ধ হয়
•    শরীরে ব্যথা হলেও তা দূর করতে পারে খনিজ সমৃদ্ধ কাদামাটি।

জানা যায়, রানি ক্লিয়োপেট্রাও কাদায় গোসল করতে ভালোবাসতেন। হলিউড অভিনেত্রী কিয়েরা নাইটলির মতো একাধিক তারকাও কাদা গোসলের উপকারিতায় বিশ্বাসী। উর্বশীর মতো তাদেরকেও ক্লিয়োপেট্রার অনুগামী বলা যেতে পারে।

ছবিতে দেখা যাচ্ছে, তার সারা শরীরে কাদা মাখা, চোখ বন্ধ। একটি হাত অন্য হাতের বাহুতে রাখা। উর্বশীর এই ছবি দেখে চমকে উঠেছেন ভক্তরা। যেন তিনি রক্তমাংসের মানুষ নন, কোনো শিল্পীর বানানো স্থাপত্য।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।