ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

ওয়েস্টিন ঢাকার রমজান আয়োজন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
ওয়েস্টিন ঢাকার রমজান আয়োজন 

এই রমজানে উপভোগ করতে পারেন দ্যা ওয়েস্টিন ঢাকা'র ইফতার অফার, যা আপনার ঘরের মতোই স্বাদ।  
শেফ রিমন ওবাইদ ও ওয়েস্টিন ঢাকা'র রন্ধনশিল্পীরা মিলে তৈরি করছেন মজাদার সব ইফতার।

এগুলো তিনটি প্যাকেজ করা হয়েছে প্রিমিয়াম ইফতার বক্স।

হোটেলটি সিলভার, গোল্ড ও প্লাটিনাম ক্যাটাগরিতে প্রতিটি বক্সে দু’জনের ইফতার আয়োজন করেছে। প্ল্যাটারগুলোতে রয়েছে জুস, স্যাফরন জিলাপি ও সতেজ ফল। সিগনেচার ডিশের মধ্যে পাচ্ছেন  ফালুদা, স্যাফরন লাচ্ছি, অ্যাসোর্টেড কাবাব, শাহী হালিম,মাটন উজি, নেহারি, শাহী টুকরা ও চিকেন দম বিরিয়ানি।  
আরও থাকছে বিফ তেহারি, প্রোন টেম্পুরা, ল্যাম্ব শ্যাঙ্ক এবং ইলিশ ভাজা।  

হোম ডেলিভারি ও টেইক অ্যাওয়ের সুযোগ রয়েছে। প্যাকেজগুলো ৪৫০০ টাকা থেকে শুরু।  অতিথিরা বেশ কিছু ব্যাংকের অফার কার্ডের মাধ্যমে ইফতার বক্স কিনলেই পাচ্ছেন 'বাই ওয়ান গেট ওয়ান' সুবিধা।  

যথাসময়ে ডেলিভারি নিশ্চিত করতে প্রতিদিন দুপুর ১২ টার মধ্যে অর্ডার করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। চলমান প্যানডেমিক পরিস্থিতির কথা মাথায় রেখে, সকল নিরাপত্তাবিধি মেনে দ্যা ওয়েস্টিন ঢাকা স্বাস্থ্যকর উপায়ে ইফতার তৈরি ও পৌঁছে দিচ্ছে পুরো ঢাকায়।  


বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।