ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

লাইফস্টাইল

সাহসী তরুণ-তরুণীর খোঁজে বিডি এক্সট্রিম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
সাহসী তরুণ-তরুণীর খোঁজে বিডি এক্সট্রিম

অদম্য সাহস! তবে গর্জে ওঠো-স্লোগান নিয়ে তরুণদের জন্য ত্রয়ী গ্রুমিং নিয়ে এসেছে রিয়ালিটি শো ‘ বিডি এক্সট্রিম '।  

মূলত সারা দেশে ছড়িয়ে থাকা অদম্য সাহসী তরুণ-তরুণীদের এক জায়গায় নিয়ে এসে একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে তুলে ধরা এ রিয়ালিটি শো-র উদ্দেশ্য।

 
অনুষ্ঠানটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধারণ করা হবে এবং বিভিন্ন টুইস্ট এবং মজার ঘটনা দিয়ে সাজানো হবে বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠানের সিইও আলী আফজাল নিকোলাস।  

তিনি বলেন, গাজীপুর , সিলেট এবং কক্সবাজারের বিভিন্ন স্পটে পর্বগুলো ধারণ করা হবে।  

তারুণ্যের অদম্য সাহস আর অসাধারণ মেধা , এই কথাটা মাথায় রেখে এই রিয়ালিটি শো টি সাজানো হচ্ছে। নিকোলাস বলেন, আমাদের দেশে এধরনের আয়োজন এটাই প্রথম।  

বিডি এক্সট্রিম ফেইসবুক পেজে ২ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে। ১৮ থেকে ২৯ বছর বয়সী যে কেউ এখানে আবেদন করতে পারবেন।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।